|
---|
নতুন গতি প্রতিবেদক, মালদা : রামনবমী উপলক্ষে এক শোভাযাত্রা করা হয় এতে পা মেলান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী। মালদা শহরের মন্দিরে মন্দিরে রামনবমী উপলক্ষে পুজা দিয়ে। প্রতিবারের মতো এবারও রামনবমী উৎসবকে সামনে রেখে মালদা শহর জুড়ে ইংরেজ বাজার এলাকায় এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকালে শহরের অতুলচন্দ্র মার্কেটে অবস্থিত একটি মন্দির থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মালদা শহর পরিক্রমা করে। ঢাকঢোল, বাদ্যযন্ত্র সহকারে প্রায় দু’ই থেকে তিন হাজার বেশি মানুষের রাম ভক্ত এই বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রায় পা মেলিয়েছে। ছোট থেকে বড় সকলে পুরুষ থেকে মহিলা গেরুয়া রম ভক্তদের পতাকা নিয়ে।