|
---|
খান আরশাদ, রাজনগর : বীরভূমে রাজনগর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রাম নবমী উপলক্ষে মিছিল করলো রাজনগরে। রবিবার সন্ধ্যায় এই উপলক্ষে তৃনমূল কর্মী সমর্থকরা জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে খোল কীর্তন সহযোগে রাজনগর বাজার পরিক্রমা করে।
উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু, প্রানতোষ ওঝা, সজল গরাই, মহঃ সরিফ, রানা প্রতাপ রায়, গাফফার খান সহ অন্যান্যরা। মিছিলে জয় শ্রী রাম ধ্বনি প্রসঙ্গে সুকুমার সাধু জানান রামকে আমরা দেবতা হিসেবে মানি। রাম বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য নয়। রাম সবার জন্য। হিন্দু মাত্রেই রাম নাম জপ করে
আমরা রামের নাম ব্যাবহার করে ভোট চাইনা। আজ রামনবমী উপলক্ষে এই মিছিল। তাই রামের নাম সবাই নিচ্ছে। সম্প্রীতির বার্তা দিতে মুসলিম তৃনমূল কর্মীরাও এই মিছিলে অংশ নেন।