|
---|
হরিশ্চন্দ্রপুর,১২,মে, মহ:নাজিম আক্তার: হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির মহেন্দ্রপুর গ্রামে করোনা পজিটিভ ছয় হতেই নড়েচড়ে বসল প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা।
তাই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে দমকল বাহিনীর সহযোগিতায় জীবানুনাশক স্প্রে করা হয় গোটা মহেন্দ্রপুর গ্রামটি। দমকল ইঞ্জিনের মাধ্যমে জলের ট্যাঙ্কে জীবাণুনাশক ঔষধ মিশিয়ে বন্ধ দোকান, বাজার, রাস্তা এবং গোলী গুলি স্প্রে করে স্যানিটাইজ করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দূরত্ব বজায় রাখা ও সতর্কতাই একমাত্র পথ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। সেই কারণে গ্রামের বিভিন্ন প্রান্তে বিশেষ করে যেখানে মানুষের আনাগোনা, সেই সমস্ত জায়গা স্যানিটাইজ করা হয়েছে বলে জানা যায়।