মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত লকডাউনের দুর্দিনে গরীবের মষীহা হিসাবে দিনরাত কাজ করে চলেছেন।

সেখ সামসুদ্দিনঃ মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নং ওয়ার্ড কাউন্সিলার সুপ্রিয় সামন্ত লকডাউনের দুর্দিনে গরীবের মষীহা হিসাবে দিনরাত কাজ করে চলেছেন। গতকাল দুপুরে গরীব মানুষদের খাওয়ানোর পাশাপাশি বিকালে ওয়ার্ডের গরীব মানুষদের চাল, আলু, কুমড়ো, পিঁয়াজ সহ খাদ‍্যদ্রব‍্য তুলে দেন বিভিন্ন ওয়ার্ডের দুইশতাধিক মানুষকে। একই সঙ্গে চালু রাখা লঙরখানায় প্রতিদিন দুপুরে বারো থেকে পনেরোশো জনকে খাবার খাওয়াচ্ছেন। এদিন চিকেন, সবজি ও ভাত মেনুতে ছিল।

    ধর্ম মত নির্বিশেষে এই কর্মসূচিতে ভাইস চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী শুভেন্দু গুহ, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক সহ ওয়ার্ডের সকল সদস‍্যবৃন্দ। ভাইস চেয়ারম্যান বলেন রমজান চলছে, আল্লাহর কাছে দোয়া করুন সকলের যেন মঙ্গল হয় ও সুস্থ থাকেন। সাধারণের কাছে আবেদন লকডাউন মেনে চলুন, অযথা বাইরে বের হবেন না। প্রয়োজনে আমাদের জানান পরিষেবা দেব। দয়া করে নিজের স্বার্থে, দেশের স্বার্থে ঘরে থেকে ভাইরাস আটকাতে সহায়তা করুন।