|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: ২০১৯ মাধ্যমিক পরীক্ষার রাজ্যে ষষ্ঠ স্থান পেল বর্ধমানের সাহিত্যিকা ঘোষ।সাহিত্যিকা ঘোষ বর্ধমান বিদ্যার্থী ভবন বালিকা বিদ্যালয়ের ছাত্রী।তার প্রাপ্ত নম্বর ৬৮৫। বাড়ি বর্ধমান শহরের বেড়মোড় এলাকায়।বাবা শক্তিপদ ঘোষ শিক্ষক আর মা পার্বতী ঘোষ নার্সের কাজ করেন।সাহিত্যিকার সাতজন প্রাইভেট টিউটর ছিলেন। তার ইচ্ছা জয়েন্ট দিয়ে মেডিকেল নিয়ে পড়াশুনা। মেয়ে ভালো ফলাফল করা জন্য বাবা, মা খুব খুশি।