|
---|
নিজস্ব সংবাদদাতা; কাঁথি: মাধ্যমিকে ৬৯৪ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে পূর্ব মেদিনীপুর জেলা তথা সারা রাজ্যের কাছে গর্ব “সৌগত দাস“। সৌগত দাসের বাসভবনে গিয়ে এই কৃতি ছাত্রকে সম্বর্ধনার সাথে নিজে হাতে মিষ্টিও খাওয়ালেন রাজ্যর পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সাথে মন্ত্রী শুভেন্দু অধিকারী সৌগতর পাশে থাকারও আশ্বাস দেন।