|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি শঙ্কুদেব পাণ্ডা। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে শঙ্কুদেবের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আজ দিল্লিতে পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শঙ্কুদেব পান্ডা।
একটা সময় মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শঙ্কুদেব পান্ডা। কিন্তু নারদা কেসে তার নাম জড়িয়ে যায়। তার পরের থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শঙ্কুদেব পান্ডা। তারপর ছাত্র পরিষদ থেকে শঙ্কুদেব পান্ডা কে সরিয়ে জয়া দত্তকে সভাপতি করা হয়।
এর পর থেকেই দলের সাথে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে শঙ্কুদেব পান্ডা বিজেপিতে যোগদান করলেন। রাজনৈতিক মহলের মতে বিজেপিতে যোগদান করাতে তৃণমূলের চাপ আরো বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ ছাত্র নেতার সাথে সাথে যুবনেতাদের শঙ্কুদেব পান্ডা সম্পর্ক বেশ ভালো। এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।