|
---|
নিজস্ব সংবাদদাতা; হলদিয়া: তমলুক লোকসভা কেন্দ্রে এলাকা হলদিয়াতে চলছে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার। এই প্রচার অভিযানের নেতৃত্বে রয়েছেন হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্ণব দেবনাথ ও স্থানীয় তৃণমূল যুব-র নেতৃত্ব ও কর্মীরা।
প্রখর রোদের তাপকে উপেক্ষা করেও চলছে বাড়ি বাড়ি প্রচার। হলদিয়া শহরের যুবনেতা অর্ণব দেবনাথ রাজ্য সরকারের করা উন্নয়নের কথা বলে মানুষকে বুঝিয়ে ভোট চাইতে লক্ষ্য করা গিয়েছে।
যুবনেতা অর্ণব দেবনাথ আরও বলেন, জনসংযোগ আমাদের মূল হাতিয়ার। আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু, সব সময় মানুষের পাশে রয়েছে। মমতা ব্যানার্জীর সরকার যেমন একটি শিশু জন্মালে তাকে আমাদের সরকার শিশু সাথী প্রকল্পের সাহায্যে সহযোগিতা করেন, ঠিক তেমনি কেউ মারা গেলে তাকে আমাদের সরকার সমব্যাথী প্রকল্পের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই আমরা বাড়ি বাড়ি প্রচার করতে বেরিয়ে আমাদের দলের প্রতি মানুষের যা ভরসা দেখছি, এটুকু নিশ্চিত যে, আমাদের দলের প্রিয় প্রার্থী দিব্যেন্দু অধিকারী পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হবেন।
অর্ণব দেবনাথকে এলাকার জনগণের প্রতি অনুরোধ করছেন, ১২ই মে সকাল সকাল বুথে গিয়ে প্রত্যেকে নিজের ভোট নিজে গিয়ে দেওয়ার জন্য। এমনকি, জোড়া ফুলে ভোট দিয়ে শুধু এই বাংলা থেকে নয়, ভারতবর্ষ থেকে জনবিরোধী ও সাম্প্রদায়িক বিজেপি সরকারকে বিদায় দিতে তিনি আহ্বান করেন।