দক্ষিণ দামোদরের খালের পুলে সাহিত্য সভা

আলিফ ইসলাম,মেমারি : ১১ জুন,পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে খালের পুলের স্বাগত বিয়ে বাড়িতে বার্ষিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল আজ ১১ জুন রবিবার। সারা দিন ব্যাপী অনুষ্ঠিত এই সাহিত্য সভায় আবু মনিরুদ্দিন চৌধুরী, আদিত্য প্রসাদ মজুমদার, মিনতি গোস্বামী এবং ডঃ সেখ জাহির আব্বাস‌, সৈয়দ হাসনে আরা, মোল্লা সফিকুল ইসলাম (দুলাল)প্রমুখ মঞ্চাসীন গুণীজনের উপস্থিতিতে এবং সংস্থার কর্ণধারগণ আকবর আলী, সেখ হাসানুজ্জামান, সেখ ফজলুল হক, নাজমুল হক,উত্তম কর্মকার প্রমুখের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় পঁচাত্তর জন কবি ও সংস্কৃতি প্রেমী মানুষ উপস্থিত হয়ে এই প্রচন্ড দাবদাহের মধ্যেও স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত, বক্তব্য পরিবেশন করে অনুষ্ঠানটি কে সফল করে তোলেন। মঞ্চাসীন গুণীজনদের সম্বর্ধনা ও উদ্বোধনী সঙ্গীতের পরে মঞ্চাসীন ও উপরি উল্লিখিত ব্যক্তিগণ ছাড়া হারুন অল রশিদ, বজলুর রহমান মন্ডল, ডাঃ সদরুল আলম,ডাঃ সেখ সাবের আলি, ডাঃ কাজী জুলফিকার আলি, ইকবাল দরগাই, কল্পনা রায়, সবিতা গোস্বামী, নমিতা রাউত, রীতা বসু ধর, এহসান সনম, হাফিজুর রহমান, হাফিজুল ইসলাম, সুফি রফিক উল ইসলাম, সেখ নাজমুল হোসেন, তাপস ভূষণ সেনগুপ্ত,সব্যসাচী কোনার, শৈল নন্দী, পঞ্চানন দত্ত, ভাস্কর রুইদাস, দুর্গাপদ রায়, তরুণ কান্তি ঘোষ,সেখ মালেক জান,সেখ আজিমুল হক, মমতা বেগম, সায়ন্তি হাজরা,সন্তু কোলে, সৌম্য পাল,গুরুপদ সাঁতরা,গুরুপদ যশ, চৈত্র কুমার প্রামানিক,কমলেন্দু পাল, সেখ জুলফিকার, সেখ আসগার আলি, রথীন পার্থ মন্ডল,বন বিহারী সামন্ত , শম্ভুনাথ ভট্টাচার্য্য,দিলীপ যশ, ইন্নাত আলি মিদ্দ্যা প্রমুখ এই অনুষ্ঠানটি কে সুচারু করে তোলেন নিজ নিজ অংশগ্রহণের মাধ্যমে।