হুগলি জেলার সংখ্যালঘুদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো হুগলি জেলা পরিষদের নয়া ভবনে

সেখ আব্দুল আজিম, চুঁচুড়া : ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার হুগলি জেলার সিংহভাগ সংখ্যালঘুদের হালহকিকত নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো হুগলি জেলা পরিষদের নয়া ভবনে। মুসলিম, খৃষ্টান,জৈন, ইত্যাদি ধর্মের মানুষজন কে নিয়ে প্রশাসনিক এই আলোচনায় উপস্থিত ছিলেন, মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান জনাব আহমদ হাসান ইমরান সাহেব। এ ডি এম শ্রিমতি কুহুক ভূষণ, জেলা ডোমা অফিসার সমির কুমার দে, আরো অন্যান্য সকল আধিকারিক গন।তিনারা গুরুত্ব সহকারে সকলের অভিযোগ শুনলেন ও সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না বেশ কিছু দাবিদাওয়ার কথা বলতে গিয়ে বলেন,১৯৩১ সালে বেঙ্গল এডুকেশন কোর্ড অনুযায়ী হুগলি গভঃ মাদ্রাসার কোন কিছু পরিবর্তন পরিবর্ধন পরিবর্জন করতে হলে বিধানসভায় বিল এনে বিশেষ এক্টে পাস করিয়ে তবে তা কার্যকর করা যাবে।সেই ট্যাটাস ধামা চাপা পড়ে আছে। নতুন করে ইংলিশ মিডিয়াম চালু করে,কো -এড করে চালাচ্ছেন যা হুগলি গভঃ মাদ্রাসার পরিপন্থী। বাম আমলে দীর্ঘ বত্রিশ বছর প্রধান শিক্ষকের পদ শূন্য।এই সরকার আসার পর একজন প্রধান শিক্ষক নিয়োগ হলনা পি এস সির মাধ্যমে,এটা অত্যন্ত বেদনার বিষয়। চুঁচুড়া তে নাজির জুগরু কারবালা কবরস্থান এর জন্য ৯২ লক্ষ টাকা পাশ হয়েছিল ২০১২ সালে মমতা ব্যানার্জি নিজে এই কাজটা সম্পন্ন করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, অথচ ২০২৪সালে প্রাচির ঘেরার কাজ শেষ হয় নি।হাই মাস্ক লাইট দরকার কারবালা কবরস্থান এর জন্য। আরো বলেন ফুরফুরা শরীফের ঐতিহাসিক ফাগুন মাসের ঈসালে সওয়াবে বায়ো টয়লেট ও বায়ো এ টি এম পরিষেবার ব্যবস্থা করলে ভালো হয়। ফুরফুরা শরীফের উন্নয়নের স্বেতপত্র প্রকাশ করুক, কারণ এখনও বাড়ি বাড়ি পানীয় জল পৌছায়নে, শ্রীরামপুর টু জাঙ্গিপাড়া ভায়া ফুরফুরা শরীফ ৩১ নাম্বার বাস বন্ধ ফলে সাধারণ মানুষের বা মেহমানদের আসা-যাওয়া খুব কষ্টকর হয়ে উঠেছে। চেয়ারম্যান সাহেব খুব গুরুত্ব সহকারে শুনেছেন ও জেলা ডোমা অফিসারের নজরে আনেনবিষয়গুলো ।সভার শেষে,এ ডি এম শ্রিমতি কুহুক ভূষণ সকলকে সুভেচ্ছা জানিয়ে সভা সমাপ্তি করেন।