|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচলঃ এলাকায় প্রচণ্ডরূপ ধারণ করেছে ঠাণ্ডা। তাই শীতের হাত থেকে রক্ষা পেতে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিলি করা হলো মঙ্গলবার। এদিন সামসি রতনপুর হাট এলাকায় প্রায় ২১০ দুস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন উদ্যোক্তারা।
সামসি যুব সেবা কেন্দ্রের মূল উদ্যোক্তা হাজি মোহাম্মদ গণি জানান, প্রতিবছর শীতকালে আমরা এলাকার দুস্থদের কম্বল দিয়ে থাকি, আজও একই ভাবে। এবছর শীতের প্রকোপ বেশি। তাই শীতবস্ত্রের দাবিদার অনেকেই ছিলেন। তবে খালিহাতে কাউকে ফেরানো হয়নি।
জানা যায়, এদিনের বস্ত্রদান আয়োজনে সামসি যুব সেবাকেন্দ্রের উদ্যোক্তা হাজী মোঃ গনি ছাড়াও সামিল হয়েছিলেন মালদা জেলাপরিষদ ২২ নং সদস্য হুমায়ুন কবির বাজনা, রতুয়ার দাপুটে তৃণমূল নেতা তথা সমাজসেবী মোঃ ইয়াসিন, মালদা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, রতুয়া থানার ওসি কুনালকান্তি দাস, প্রমুখ। এদিন বিত্তবানদের এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সামসি ব্যবসায়ী সমিতি সহ গোটা এলাকাবাসী।