চাপে কিছুটা নরম কেন্দ্র, ষষ্ঠ দফায় বৈঠকের পর কৃষকদের ২ দাবিতে সহমত কেন্দ্রের, ফের বৈঠক ৪ জানুয়ারি

নতুন গতি ডিজিটাল ডেস্ক: কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে ষষ্ঠ দফার বৈঠকের পর কিছুটা সুর নরম করল কেন্দ্র। কৃষকদের ৪ দাবির মধ্যে ২ দাবিতে তাদের সঙ্গে সহমত হয়েছে কেন্দ্র। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তবে কৃষি আইন প্রত্যাহার করার দাবি মেনে নেয়নি কেন্দ্র সরকার। এনিয়ে ফের বৈঠক হবে আগামী ৪ জানুয়ারি।

    নিউজ আপডেট পেতে এখানে ক্লিক করুন আলোচনা শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্রসিং তোমর বলেন, ‘আজ ভাল পরিবেশে আলোচনা হয়েছে। রাস্তা বেরবে, আমরা আশাবাদী। শুরুতে পরিবেশ সংক্রান্ত আইন নিয়ে আলোচনা হয়েছে। নাড়া পোড়ানো নিয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে, কৃষকদের তার বাইরে রাখা হবে। এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও কৃষকদের দাবি ছিল, সেচের কাজে বিদ্যুত ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যে ভর্তুকি দেওয়া হয়, তা যেন জারি থাকে। এ বিষয়েও সহমত হয়েছে কেন্দ্র।
    এদিনের বৈঠকে আইন প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা না হলেও সূত্রের খবর, দীর্ঘ প্রক্রিয়ার ‘যুক্তি’ দেখিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে কেন্দ্রের তরফে। বৈঠকে শুরু হওয়ার আগেই এক কৃষক নেতা সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আইন প্রত্যাহার চাই আমরা। এদিন দিল্লির কনকনে ঠান্ডার বিষয়টি মাথায় রেখে যাতে বয়স্ক, মহিলা ও বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এদিন কৃষকনেতাদের কাছে এই আবেদন করেন কৃষিমন্ত্রী। যাঁরা আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক, পাল্টা এমনটাই দাবি জানান কৃষকরা।