|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্ধমান জিলা পরিষদের কর্মাধ্যক্ষ হলেন গুফরানা ইয়াসমিন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ভূমিকন্যা গুফরানা ইয়াসমিন বাংলার মা মাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ২০১৩ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হন। গুফরানা ইয়াসমিন তাঁর মামা আহমেদ শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ সূত্র ঘটে। বর্তমানে তিনি বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ। গুফরানা ইয়াসমিন ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির পদ সামলেছেন। তিনি স্বচ্ছতার সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি পরিচালনা করার সুবাদে এলাকায় প্রভূত উন্নতি সাধন হয়েছে বলে এলাকার মানুষের অভিমত। তিনি গৃহ বধূ হয়েও দৃঢ়তার সঙ্গে কাজ তেমন কোন অসুবিধা সম্মুখীন হতে হয়নি। ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনা করার সুবাদে তাঁর গ্রহণ দারুণভাবে পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সার্বিকভাবে উন্নয়ন ঘটানোর সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য যেসব প্রকল্পগুলি হাতে নিয়ে বাস্তবায়িত করে তা গুফরানা ইয়াসমিনকে দারুণভাবে আকৃষ্ট করেছে। বর্ধমান জিলা পরিষদের নবাগতা খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন এক একান্ত সাক্ষাৎকারে এই প্রতিবেদককে বলেন, খাদ্য দপ্তর খুবই গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এই দপ্তরের কর্মাধ্যক্ষ এর পদে আসীন করায় দলের কাছে আমি কৃতজ্ঞ। আম জনতার চাহিদাগুলি পূরণে তৎপর হব।