|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ওয়ার্ল্ড এন জি ও দিবস উপলক্ষে বর্ধমানে অনুষ্ঠিত হল এক অভিনব অনুষ্ঠান। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি বর্ধমান উদয় চাঁদ জেলা গ্রন্থাগারের সভাকক্ষে এই অভিনব অনুষ্ঠানটি হয়। বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের ১৫ টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক এনজিও দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি একত্রিত হয়ে এক ছাতার তলায় সমন্বিত হল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার। প্রলয় বাবু জানান, বর্ধমান শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এনজিওগুলিকে নিয়ে এই অনুষ্ঠান করা হল। চলতি বছরের এনজিও দিবসের থিম অনুযায়ী পরিবেশের ক্রমাগত বদলের সাথে সাথে মানুষের সহনশীলতা এবং প্রবণতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তিত পরিবেশের সাথে মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা বৃদ্ধিতে এনজিও গুলির ভূমিকা অনস্বীকার্য। সমগ্র বিশ্বে এনজিও দিবস সারম্বরে পালিত হলেও পশ্চিমবঙ্গ ও বর্ধমান শহরে এই দিনটি উপেক্ষিতই থেকে গেছে। তাই সকল এনজিও এর সমন্বয়ে আগামী পৃথিবীকে সুন্দর করে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানটির মাধ্যমে পরিবেশ, স্বাস্থ্য , পুষ্টি, পশু প্রেম, শিক্ষা এই সমস্ত বিষয়ে কাজ করে যাওয়া এনজিও বা ব্যক্তিকে বিশেষভাবে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, যোগ শিক্ষক প্রণব কুমার রক্ষিত, সারদা আশ্রম সুভাষপল্লীর স্বামী ত্রি দেবানন্দজী মহারাজ প্রমুখ। ২০২৪ এর ওয়ার্ল্ড এনজিও দিবসের থিম বিল্ডিং এ সাসটেইনবিল ফিউচার অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর কাজ করে চলার সংগঠনগুলি হাতে অনুষ্ঠান মঞ্চ থেকে স্মারক, পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন গুলি র কর্ণধার ও সদস্যরা উপস্থিত ছিলেন সেগুলি হল সহযোদ্ধা, অংকুর, আমরা সবাই সংঘ, মানুষ মানুষের জন্য, স্পিড, রান্নার পাঠশালা, সুইচ অন প্রভৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুসকরা রামধনু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বিশিষ্ট পশুপ্রেমী শাহনওয়াজ মল্লিক। তিনি জানান যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন গুলি নিরবচ্ছিন্নভাবে সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে তাদের সকলের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও উদ্দেশ্য এক। সমাজকে সুস্থভাবে চালোনার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ভূমিকা অপরিসীম। বিশিষ্ট সমাজসেবী সোমা তেওয়ারি জানান, ওয়ার্ল্ড এনজিও দিবস টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে বর্ধমানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এক ছাতার তলায় এসে সঙ্গবদ্ধ হলো তৃতীয় অত্যন্ত সন্তোষজনক। এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল, নার্গিস লায়েক, মনীষা মন্ডল, মনীষা দাস, ঝিলিক গুপ্ত প্রমুখ।