|
---|
খান আরশাদ, বীরভূম :
রবীন্দ্রনাথ ধর সারদা শিশু মন্দিরের ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল রাজনগরে। বিদ্যালয়ের ভূমিদাতা তথা প্রধান পৃষ্ঠপোষক শ্রী রবীন্দ্রনাথ ধরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। দৌড়, বল ছোঁড়া প্রভৃতি ২৭ টি ইভেন্টে, বিদ্যালয়ের ১৩০ জন খুদে পড়ুয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ, শিক্ষক সন্তোষ সৌ, শিক্ষক বিনয় চৌধুরী, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-কর্মী ও পড়ুয়াদের অভিভাবকগণ।