|
---|
নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে শুরু হল ওডিআই বিশ্বকাপ ২০২৩। দীর্ঘ এক যুগ পর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। শুরুতে এক পেশে ম্যাচ।
প্রথম দিনের ম্যাচে বিশ্বকাপ অভিযান শুরু করে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউয়িরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করে ইংল্যান্ড। চোটের কারণে বেন স্টোকসকে পাওয়া যায়নি। তেমনই খেলেননি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনও। ২৮৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইল ইয়ংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু অভিজ্ঞ ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্রর অবিচ্ছিন্ন জুটি ৩৬.২ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।