তৃণমূল কংগ্রেস ভবন ও সংখ্যালঘু সেলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন, উপস্থিত মাইনরিটি সেলের জেলা সম্পাদক ও সভাপতি

বাইজিদ মণ্ডল মগরাহাট:- মগরাহাট পূর্ব বিধানসভার অন্তর্গত মুলটি  অঞ্চলের বেড়ে তৃণমূল কংগ্রেস ও সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাশেম রসুলি ও মাইনরিটি সেলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রেজাউল সরদার নেতৃত্বে এছাড়াও এলাকার অঞ্চল যুব সভাপতি আনিসুর রহমান মল্লিক সহ আরও অন্যান্য নেতৃত্বে দের উপস্থিতিতে বেড়ে তে ওই সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। রেজাউল সরদার তিনি বলেন মুলটি গ্রাম পঞ্চয়েতের তাদের প্রার্থীরা জয়লাভ করেছেন এবং পঞ্চায়েত ও গঠেন করেন। দেখাযায় মাইনরিটি দের এখানে প্রায় সময় বঞ্চিত করা হয়। তিনি আরও বলেন, বিজেপি শাসিত মনিপুরে আদিবাসী মহিলাদের বিবস্ত্র বা নগ্ন করে প্রকাশ্য দিবালোকে হাঁটিয়ে গণধর্ষণ করা হয়েছে। যাতে মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে এসেছে, যা নিয়ে বিশ্ব তোলপাড় হয়ে গেছে। একবিংশ শতাব্দীর সভ্য সমাজের শুভ বুদ্ধি সচেতন মানুষের কাছে এটি চরম লজ্জা জনক ঘটনা। বাংলা তেও একই ঘটনা না ঘটে। তাই খুন, সন্ত্রাস, ঘৃণা, হিংসা ও ধর্মীয় বিভাজনের নোংরা রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেকে রাজ্যের পাশাপাশি দেশেও প্রয়োজন। আবুল কাশেম রসুলী তিনি বলেন মুলটি অঞ্চলে সাধারণ মাইনরিটি দের সুবিধার্তে বেড়ে সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এখানে কোনো মাইনরিটি দের সুখ দুঃখের কথা বলার জায়গা ছিল না,  এতদিন পর মাইনরিটি সেলের জেলা সম্পাদক রেজাউল সরদারের হাত দিয়ে মুলটি অঞ্চলে এলাকার সর্বসাধারণ মাইনরিটি দের একটা বসার জায়গা হলো। এতে খুশি এলাকার সর্বসাধারণ মানু ষ।