|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলিতে সর্বপ্রথম আন্তর্জাতিক মানের দুই দিনের নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আর এই ফুটবল প্রতিযোগিতা দেখতে ভীড় জমিয়েছেন আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে দেশ বিদেশের খেলোয়াড়রা। শুভ উদ্বোধনে আসেন কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার,
আবুবক্কর সরদার, অসিম হালদার, শ্যামাপদ নাইয়া, সাহাদাত সেখ, বিমল মন্ডল, শ্যামাপদ নস্কর, মান্যবর হালদার, ইব্রাহিম লস্কর, গাফফার সেখ, মাসকুরা খাঁন, রুহিনা ঢালি, রফিকুল হাসান জমাদার ও একাধিক জনপ্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এই প্রতিযোগিতা প্রতিবছর ন্যায় এবছরও কুলতলি ডঃ বি আর আম্বেদকর কলেজ প্যাভিলিয়নে হয় সেখানে মানুষের ঢল চোখে পড়ার মতো। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের অগ্রিম সতর্কবার্তা দেওয়া হলেও মানুষের আবেগ বাঁধা মানেনি এই টুর্নামেন্টে। কুলতলীর বুকে এই প্রথম, প্রথম পুরস্কার এক লক্ষ ৪০ হাজার টাকা ও ট্রফি দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা। করোনা নামক মারণ ভাইরাস দীর্ঘদিন ধরে যেভাবে একের পর এক মানুষের মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে-তার পরেও একটু আনন্দ বিনোদন দিতে বাবুর চক সবুজ সংঘের এই মুহুর্তের উদ্যোগ। তাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে ওঠা এই সবুজ সংঘের অনুষ্ঠান-এতদঞ্চলের ক্রীড়া প্রেমিক মানুষ দের জন্য খুশি উপহার দিতে চলেছে নকআউট পর্যায় ফুটবল টুর্নামেন্ট।আর যা দেখতে দেশ-বিদেশের খেলোয়ার সহ দূর-দূরান্ত থেকে আগত ফুটবলপ্রেমী মানুষজন প্রতিবছরের ন্যায় বাবুচক সবুজ সংঘের এই মহতী আয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ এই খেলা দেখতে আসেন প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে।