|
---|
নতুন গতি খেলা ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন অ্যাথলিট হিমা দাস । 500-তে 349 পেয়েছেন তিনি
লক্ষ্য টোকিও অলিম্পিক । সেজন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার এক মাস আগেও তুরস্কে ট্রেনিং করছিলেন হিমা । পরীক্ষার 15 দিন আগে বাড়ি ফিরে প্রস্তুতি শুরু করেন । গতকাল রেজ়াল্ট বের হয় । অহমিয়ায় 84, অ্যাডভাসন্ড অহমিয়ায় 60, রাষ্ট্রবিজ্ঞানে 75, এডুকেশন ও ভূগোলে 67 করে পেয়েছেন হিমা ।
রেজ়াল্টের পর হিমার বাবা রঞ্জিত দাস বলেন, “ট্রেনিং-এ ব্যস্ত থাকা সত্ত্বেও হিমা প্রথম বিভাগে পাশ করেছে । আমরা খুব খুশি । এবার ট্র্যাকে নিজের সেরাটা দেওয়ার সময় হিমার । ” যদিও পরীক্ষার আগে হিমার প্রস্তুতি নিয়ে খানিকটা চিন্তিত ছিলেন গুয়াহাটিতে হিমার কোচ নবজিৎ মালাকার । তিনি বলেন, “2020 সালের অলিম্পিকের পর হিমাকে আমরা পরীক্ষা বসার পরামর্শ দিয়েছিলাম । কিন্তু, হিমা বলেছিল, এখন না করলে আরও দেরি হবে । আর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ । “