|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতি বছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।মানবাধিকার দিবসের দিনটিকে সামনে রেখে প্রতিবন্ধীদের অধিকার রক্ষার বার্তা দিয়ে কলকাতার সেরাম হলে We are The Common People ও Pahla Kadam এর উদ্যোগে আয়োজিত হলো একটি আলোচনা সভা ও দিবস দুটির উদযাপন, যাতে সামিল হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সামাজিক সংগঠন গুলি।