|
---|
মনোয়ার হোসেন : ১৩ডিসেম্বর, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কাপশীট গ্রামে ফকির বাগান পুকুরের পাড়ের জঙ্গল থেকে একটি সজারু সন্তু মল্লিকের বাড়িতে ঢুকে পড়ে। জনাব মল্লিক বন বিভাগকে খবর পাঠিয়েছেন যাতে তারা উদ্ধার করে সজারু টি কে বন বিভাগের কোন জঙ্গলে ছেড়ে দিতে পারেন।
গ্রামের নাম কাপশীট সজারু টি কে দেখতে খন্ড ঘোষ থানার আশপাশ এলাকায় বহু মানুয়ের ভিড় জমে যায় ।