|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলছে লকডাউন,এর ফলে মানুষের রুটি রুজি ও বন্ধ। সরকারি বেসরকারি কোথাও ব্যাক্তিগত ভাবে চাল,ডাল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। কিন্তু আজ চাল,ডাল ব্যতিরেকে বীরভূম জেলার লোকপুর থানার বুধপুর গ্রামের কতিপয় যুবক আসন্ন ঈদ উৎসব উপলক্ষে অসহায় মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তথা মিষ্টি মুখ করানোর স্বার্থে লাচ্ছা চিনি বিতরণ করা হয়। উল্লেখ্য ঈদ উৎসব হচ্ছে খুশির উৎসব,মিলন উৎসব তথা সম্প্রীতির উৎসব, সেই বার্তা ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অসহায় মানুষদের মধ্যে লাচ্ছা চিনি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিশেষ উল্লেখযোগ্য যে ঈদের দিন পরস্পর পরস্পরকে সালাম তথা শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি ইত্যাদির পাশাপাশি মিষ্টান্ন মুখের ও আয়োজন করা হয় প্রতি বাড়িতে। ঈদের আনন্দ কর্মহীন অসহায় ব্যাক্তিদের পরিবার মিষ্টান্ন মুখের আয়োজন থেকে যেন বঞ্চিত না থাকে,তার ই এক ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে বলে এক সাক্ষাৎকারে জানান উদ্যোগী যুবক সেখ সামসের আলি। উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি বিনোদ হোসেন খান সহ উদ্যোগী যুবক বৃন্দ। সময়োপযোগী পণ্য বিতরণে এ এক অভিনব কর্মসূচি বলে স্থানীয় মানুষের অভিমত।টোটো গাড়িতে প্যাকেট জাত করে লাচ্ছা চিনি বিতরণ করা হয় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে, উৎসাহ উদ্দীপনা নিয়ে বুলবুল, সামির,পচন, দিলদার,নাজবুল প্রভৃতি তরতাজা যুবক বৃন্দের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা যায়।