|
---|
অমৃতসর: মন্দিরে দুই মহিলাকে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল প্রধান পুরোহিতের বিরুদ্ধে। পাঞ্জাবের অমৃতসরে অভিযুক্ত প্রধান পুরোহিত-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় পলাতক আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দিনের পর দিন অমৃতসরের লোপোকে থানার গুরু জ্ঞাননাথ আশ্রম বাল্মীকি তীর্থে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন দুই মহিলা। সম্প্রতি নির্যাতিতা ওই দুই মহিলা পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংকে নিজেদের পরিস্থিতির কথা জানিয়েছিলেন।
তফশিলি কমিশনের ওই মহিলার মাধ্যমেই ঘটনা জানতে পারে পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অমৃতসরের গুরু জ্ঞাননাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান চালান পুলিশকর্মীরা।
মন্দির থেকে উদ্ধার করা হয় নির্যাতিতা দুই মহিলাকে। পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে দিনের পর দিন চলা পাশবিক অত্যাচারের বর্ণনা দেন ওই দুই মহিলা।
গ্রেফতার করা হয় ধর্ষণে অভিযুক্ত মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ ও তার সঙ্গী বারিন্দর নাথকে। ধর্ষণে আরও দুই ব্যক্তির যোগ রয়েছে বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ। পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র কলকাতা ২৪*৭