|
---|
রাণীনগর ব্লকের বিলচাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতির উদ্যোগে বস্ত্র বিতরণ
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ: লক ডাউন শুরু থেকে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আজ আবার অভিনব উদ্যোগ গ্রহণ করেন বিলচাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতির উদ্যোগে বস্ত্র বিতরণ ।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন,আজ তার ব্যতিক্রম হলো না আজ ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন।
এই সাহায্য পেয়ে অনেক খুশি এলাকার অসহায় মানুষ।এক মহিলা জানানা যে কোনো কাজ নেই পরিবারের কর্তার কিভাবে কি করবো বুঝে উঠতে পারছিনা।তার উপর সামনে ঈদ কোনো টাকা পয়সা নে পেটের খাবার জোগাড় করতে হিম শিম খাচ্ছি তাহলে বাজার কি ভাবে করবো।এই অবস্থায় এই নতুন পোশাক আমাদের মত অসহায় মানুষের হাতে তুলে দিলেন এতে অনেক খুশি আমরা।
উপস্থিত ছিলেন রাণীনগরের 2 বিডিও পার্থ চক্রবর্তী এবং সমিতির কর্ণধর মাননীয় তৈমুর বিন কাসিম খান আরো বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রায় ২০০ পরিবারকে শাড়ি লুঙ্গি তুলে দিলেন এদিন।