শ্যামা কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সারিরির করোনা যোদ্ধাদের মানপত্র

নতুন গতি নিউজডেস্ক: শ্যামা কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সারিরির করোনা যোদ্ধাদের মানপত্র, উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করলেন মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট সার্বজনীন শ্যামা পূজা কমিটির সদস্য। এদিন ওই পুজো কমিটির পুজো মন্ডপের পাশে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন করা হয়। এদিন বামনগোলা ব্লকের পুলিশ, চিকিৎসক, ব্লক আধিকারিক, ও সাংবাদিকদের ওই সম্মান জানানো হয়। পাশাপাশি এদিন ওই অনুষ্ঠানের পরে ফিতে কেটে ওই পুজোর শুভ উদ্বোধন করেন বামনগোলা থানার পুলিশ আধিকারিক অভিষেক তালুকদার ও বামনগোলা ব্লকের বিডিও সঞ্জিত মন্ডল।

    এদিন ওই পুজো কমিটির সদস্য সুজয় সাহা বলেন, আমাদের এবারে এই পুজো ৩৭ বছরের পদার্পণ করলো। প্রতি বছরের মতো এবারের পুজো একেবারে অন্য রকমের। কারণ সারা বিশ্ব জুড়ে যে ভাবে করোনা ভাইরাসের সংক্রণ কে রুখতে পুলিশ, ডাক্তার সাংবাদিকরা প্রথম সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেছে তাতে করে ওই সকল করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন করা হলো এদিন ।