|
---|
নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুরঃ ১১ অক্টোবর, রাস্তার অনিয়ম সংষ্কারে বাধা দিতে গিয়ে মারধরের শিকার হলেন স্থানীয়রা। জানা যায়, শনিবার হরিশ্চন্দ্রপুর ১নং ব্লক হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকার পর জেলাপরিষদের তহবিল থেকে ১৩ লক্ষ টাকা বরাদ্দ হয় ওই পথ সংষ্কারের জন্য।
পঞ্চায়েত এলাকার রাঙায়পুর ফুন্দিপাড়া হইতে হাজি নাইমুল হকের মসজিদ পর্যন্ত ২৩০ মিটার দৈর্ঘ্যের কাজটিতে ব্যাপক দূর্নীতি চালাচ্ছে ঠিকাদার তারিখ বলে দাবী করেন স্থানীয় তিন ব্যক্তি উনসাহাক,বাবর ও তজিবুর।
এদিন রাস্তার কাজ শুরু হওয়ার সময় ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় ঠিকাদার ও স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে। গ্রামবাসীরা নিয়ন্ত্রনে আনলেও দুইজন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর। ঠিকাদার সিডুল অনুযায়ী কাজ না করায় এই বিপত্তে বলে খবর।
আহত ব্যক্তিরা ঠিকাদারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন বলে খবর।
ঠিকাদার তারিখের দাবী, গত তিনমাস আগেও এই রাস্তার কাজ করতে দেইনি গ্রামের কয়েকজন মাফিয়া।
গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সমতে শনিবার কাজ শুরু করলে স্থানীয় যুবক উনসাহাক মোটা অঙ্কের টাকা দাবী করে। নারাজ হওয়াতে আমার উপর চড়াও হয় আরও তিন যুবক।
ঘটনাটি পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতিতে ঘটে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ও পুনরায় কাজ শুরু হবে বলে জানান হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিসবা খাতুন।