মালদায় লালারস পরীক্ষা সহ ভোজনের দাবিতে পথ অবরোধ শ্রমিকদের

উজির আলী, নতুন গতি: বাইরে থেকে আসা শ্রমিকদের সকলের লালারস পরীক্ষা করতে হবে এই দাবিতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুরে রাজ্য সড়ক অবরোধ করল মহেন্দ্রপুর স্কুলে থাকা কয়েকশো শ্রমিক। তাদের দাবি এলাকায় আসা তাদের চার থেকে পাঁচ দিনের উপর হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো মেডিকেল টেস্ট হয়নি এমনকি লালরস সংগ্রহ করা হয়নি। কাজে কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে সেখানেও কোন খাবার ব্যবস্থা করেনি প্রশাসন। বাড়ি থেকে খাবার এনে তাদের খেতে হচ্ছে। তাদের দাবিগুলো যতক্ষণ মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ তাদের পথ অবরোধ চলবে। স্থানীয় এক পরিযায়ী শ্রমিক সাদ্দাম হোসেন জানালেন, তাদেরকে এলাকার আগে স্কুলে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মেডিকেল টেস্ট হয়নি।এবং খাবার দেওয়া হচ্ছে না তাই তারা অবিলম্বে মেডিক্যাল টেস্টের দাবি জানাচ্ছেন।

    আরেক পরিযায়ী শ্রমিক সোহেল সরকার জানালেন, চারদিন হয়ে গেল তারা এলাকায় এসেছেন কিন্তু এখনো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে তাদের কোন পরীক্ষা হয়নি। হরিশ্চন্দ্রপুর থানা থেকে বলা হয়েছিল নিজ নিজ গ্রামে ফিরে গিয়ে স্থানীয় স্কুলে থাকুন সেখানেই পরীক্ষা হবে কিন্তু সেটা এখনো হয়নি। বাড়ি থেকে খাবার এনে খেতে হচ্ছে তাই তারা আজ এসবের প্রতিবাদে রাস্তা অবরোধ করেছেন।

    হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, পরিযায়ী শ্রমিকদের কোয়ারান্টিনে থাকা আবশ‍্যক। তবে তাদের খাওয়ার ব‍্যবস্থা নিজেদের থেকেই করতে হবে। তবে আমরা জানতে পারছি এলাকার সমাজসেবীরাও খাওয়ার ব‍্যবস্থার উদ‍্যোগ নিচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে সকলকেই এগিয়ে আসা উচিত মনে করি।

    হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিডিও অনির্বাণ বসু ফোনে ধরা হলে তিনি জানান, কোয়ারান্টাইন সেন্টার গুলোতে শুধু থাকার ব্যবস্থা করা হয়েছে। কোন খাবার ব্যবস্থা সরকার থেকে কোনো নির্দেশ নেই। পঞ্চায়েত বিষয়টা দেখছে।যাদের মধ্যে উপসর্গ দেখা যাবে কেবলমাত্র তাদেরই লালা রস সংগ্রহ করা হবে বলে জানা গেছে।