দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময় সূচি

নতুন গতি ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। মঙ্গলবার তিনি জানান, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ জুলাই ও ৬ জুলাই। তবে কোন পরীক্ষা কবে হবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক করবে।
পুরনো সূচি মোতাবেক যে তিন দিনের যে বিষয়গুলোর পরীক্ষা ছিল সেই সূচি মোতাবেক পরীক্ষা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই নিয়ে বিস্তারিত গাইড লাইন নির্দেশিকা আকারে দেবে। আরো জানা গেছে, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে। করোনা সংক্রমনের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাই পরীক্ষার সময় থাকছে একাধিক বিধিনিষেধ। তিনি জানিয়েছেন, সোশ্যাল ডিস্ট্যান্স মেনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষাগুলো হবে। প্রতি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবে। দ্বিতীয় বেঞ্চ ফাঁকা থাকবে এবং তৃতীয় বেঞ্চে আবার একজন পরীক্ষার্থী বসবে। প্রতি পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ ৮০ থেকে ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষার হলে প্রতি পরীক্ষার্থীর মুখে মাক্স বাধ্যতামূলক থাকবে এবং প্রতি পরীক্ষার্থীকে আলাদাভাবে আলাদাভাবে স্যানিটাইজার আনতে হবে।