|
---|
উজির আলী,নতুনগতি চাঁচল:১৯ মে
এবার নিশ্চয়যান চালকদের পাশে দাড়ালেন চাঁচলের এক ব্যবসায়ী।
মঙ্গলবার চাঁচলের ব্যবসায়ী দীপঙ্কর রামের তরফে ১৮ জন নিশ্চয়যান চালক কে পি.পি-ই কিট,হ্যান্ড স্যানিটাইজ ও মাস্ক প্রদান করা হয়েছে। কোভিড সরঞ্জাম পেয়ে খুশি হয়েছেন চালকরা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওই ব্যবসায়ীকে।
উল্লেখ্য মালদা জেলায় করোনা সংক্রমনের সংখ্যা বাড়লেও কর্মছাড়া হয়নি ওই চালকেরা। দিবারাত্র পরিষেবা দিয়ে চলেছেন এম্বুলেন্স চালকেরা। স্বাস্থ্য কর্মী, পুলিশ প্রশাসনের সাথে তাদেরও ভূমিকা রয়েছে করোনা মহামারীতে। তাই তাদের কথা মাথায় রেখে চাঁচলের ওই ব্যবসায়ী দীপঙ্কর বাবু তাদের হাতে কোভিড সরঞ্জাম প্রদান করেন করেছেন এদিন।
এই ব্যক্তিগত মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচলবাসী।