মালদা থেকে উদ্ধার লাভপুরের অপহৃত প্রথমা বটব্যাল

মহম্মদ রিপন, বীরভূম:

    লাভপুরের অপহৃত প্রথমা বটব্যালকে অবশেষে মালদা থেকে উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। তিনদিন পর অবশেষে লাভপুরের মেয়ে প্রথমা ঘরে ফিরছে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের লাভপুরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। ঘটনার পরই সিউড়ি কাটোয়া রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রথমার বাবা সুপ্রভাত বটব্যাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গেছিলেন প্রথমা বটব্যাল কে।প্রথমা বাড়ি থেকে অপহৃত হবার পর থেকেই রণক্ষেত্রের আকার ধারণ করে লাভপুর শনিবার সকালে লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের গাড়িতে ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

    প্রাণ বাঁচাতে লাভপুর থানাতে আশ্রয় নিতে হয়েছিল বিধায়ক মনিরুলকে। লাভপুরের দোকানপাট যান চলাচল বন্ধ করে দিয়েছিল বিক্ষোভকারীরা। গ্রামবাসীরা বহিরাগত কাউকেই গ্রামে ঢুকতে দিচ্ছিল না। একজন তরুনীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়াই প্রশ্ন উঠেছিল প্রশাসনের নিরাপত্তা নিয়ে। তবে কেন প্রথমাকে অপহরণ করা হয়েছিল সে প্রশ্ন এখনো অধরা?