|
---|
নিজস্ব প্রতিনিধি; পশ্চিম মেদিনীপুর:
১১৮তম ওরশ উৎসবে যোগ দিতে মেদিনীপুর শহরে এল বাংলাদেশ থেকে তীর্থযাত্রীবাহি বিশেষ ট্রেন। আন্তর্জাতিক ভাবে সম্প্রীতি রক্ষায় প্রতি বছর এই ফেব্রুয়ারি মাসেই বিশেষ দিনে আসে বাংলাদেশি তীর্থযাত্রীরা। এবছর বাংলাদেশ থেকে ভারতে এসেছে ২২৫৩ জন তীর্থযাত্রী। এদের মধ্যে পুরুষ রয়েছেন ১২০৩ জন, মহিলা ৯৬৩ জন এবং শিশু রয়েছে ৮৭ জন।
গত ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজবাড়ি থেকে ভারতে তীর্থ করতে আসার এই বিশেষ ট্রেনটি ছেড়েছিল। আজ ১৭ই ফেব্রুয়ারি সকাল ৬টা নাগাদ ওই ট্রেন বাংলাদেশী তীর্থযাত্রী নিয়ে এসে পৌঁছেছে মেদিনীপুর স্টেশনে। আজ এবং আগামীকাল আগত তীর্থ যাত্রীরা মেদিনীপুর শহরের জোড়া মসজিদের মওলাপাক উরুষ উৎসবে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মুসলিম সম্প্রদায়ের কাছে মেদিনীপুরের জোড়া মসজিদ এক বিশেষ তীর্থস্থান হয়ে উঠেছে। বিশ্বে পুণ্য অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে মক্কার পরেই রয়েছে মেদিনীপুরে শহরে অবস্থিত মাওলাপাকের নাম। প্রতিবছরই ঊরুষ উৎসবকে ঘিরে দুই ভারত এবং
বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে চোখে পড়ার মত। আর এই দু’দিনের ভারত যাত্রায় দু’দেশের নাগরিকদের মধ্যে যে ভালবাসা এবং আপ্লুত লক্ষ্য করা যায়, তা যে সুখ সম্প্রীতির বার্তা দেয়, তা নিয়ে বেশ খুশি থাকে দু’দেশ।