|
---|
রবিউল ইসলাম, সাগরদিঘি :করোনা পরিস্থিতির সন্ধিক্ষণে দাঁড়িয়ে মুমূর্ষু রোগীর রক্তের সংকট বেড়েই চলেছে। সারা রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ভাঁড়ার শূণ্য। ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দুজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে এলো ‘সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট’। শুক্রবার রাত্রে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সহযোগিতায় রক্তদান করেন নবগ্রাম থানার পঞ্চনন্দ পুরের দুজন বাসিন্দা বিবেক ঘোষ ও নারায়ণ মন্ডল । সাগরদিঘি ব্লাড ব্যাঙ্কে এসে তাঁরা দুজন মুমূর্ষু রোগীকে দুই ইউনিট রক্তদান করেন। তাঁরা বলেন, মুমূর্ষু রোগীকে রক্ত দিতে পেরে নিজেদের গর্বিতবোধ মনে করছি, আগামীদিনেও সুযোগ পেলে এগিয়ে আসবো। ট্রাস্টের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়েছে।
ছবি : সামিম হোসেন