ইয়াস বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ হাওড়া জমিয়াতের

আর এ মণ্ডল : সম্প্রতি বিগত ১৬ জুন ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে নজির সৃষ্টি করলো হাওড়া জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের ডোমজুড় ও জগতবল্লভপুর ব্লক সংগঠন।করোনা ভাইরাসের ভ্রুকুটিকে উপেক্ষা করে বিধি নিষেধ মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং পোশাক পরিচ্ছদ সহ প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ত্রাণ বিতরণ করা হয় সাগর দ্বীপ ও গোসাবা এলাকায়।
জেলা ও ব্লক জমিয়াতের নেতৃত্ব এবং সক্রিয় সদস্যদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয় জানালেন মুফতি জুবায়ের আহমাদ। তিনি আরও জানান যে,নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সাথে ২৫ হাজার বিভিন্ন পোশাক আশাক দেয়া হয়।উপস্থিত ছিলেন জেলা জমিয়াতের সম্পাদক হাফেজ আব্দুল খালেক এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্বের মধ্যে ছিলেন মুফতি যুবায়ের আহমাদ, মাওলানা খুরশিদ আলম, কারী আহসানুল্লাহ্,হাফিজ মোরসালিন, নিজামুদ্দিন, মুফতি হাফিজুল ইসলাম,মাওলানা আবুল খায়ের, বনি আমিন ও মুহাম্মাদ আরিফ প্রমুখ।