মেমারি ১ব্লকের আমাদপুর পঞ্চায়েত মধ্যে কঠিন বর্জ‍্য নিষ্কাষণ প্রকল্পের কাজ শুরু করেন

সেখ সামসুদ্দিন, ১৫ আগষ্ট : মেমারি ১ ব্লকের আমাদপুর গ্রাম পঞ্চায়েতের মেরুয়া ইশমপুর গ্রামে ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শুঁদরোপাড় এলাকায় কঠিন বর্জ‍্য নিষ্কাষণ প্রকল্পের কাজ শুরু হল। উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, জিলা পরিষদ জনস্বাস্থ‍্য কর্মাধ‍্যক্ষ বাগবুল ইসলাম, বিডিও আলী মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, জনস্বাস্থ‍্য কারিগরী কর্মাধ‍্যক্ষ মৌসুমী মন্ডল, খাদ‍্য কর্মাধ‍্যক্ষ নমিতা কর, শিক্ষা কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম, সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ সদস‍্যগণ এবং বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। মিশন নির্মল বাংলার অন‍্যতম এই প্রকল্পের মাধ্যমে জৈব সার উৎপাদন সহ কিছু পরিবেশ বান্ধব কর্ম করা যাবে সে বিষয়ে উপস্থিত সকলেই তুলে ধরেন। বাড়ি বাড়ি ঘুরে পচনশীল ও অপচনশীল বর্জ‍্য কালেকশন করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনঃব‍্যবহারযোগ‍্য দ্রব‍্য উৎপাদন করার সাথে সাথে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে।