আহিরণ বিল নিয়ে তবে কি নতুন ভাবনা সভাধিপতি রুবিয়া সুলতানার

সামিম হোসেন , সুতি ২,মুর্শিদাবাদ : কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি পদে বসেছেন রুবিয়া সুলতানা।পদে বসার পরেই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন সভাধিপতি। অন্যান্য দিনের মতো মঙ্গলবার অফিস যাওয়ার পথে হঠাৎই তিনি সিদ্ধান্ত নেন সুতির আহিরণ বিল পরিদর্শণের। হঠাৎ এহেন উদ্যোগ দেখে রাজনৈতিক মহলের একাংশের দাবি, তবে আহিরণ বিলকে নিয়ে নতুন কোন ভাবনার পথে কি সভাধিপতি। এদিন সভাধিপতির সাথে উপস্থিত ছিলেন সুতি ২ ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল, আহিরন ফাঁড়ির ইনচার্জ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আহিরন বিলের জায়গায় আগামীদিনে গড়ে উঠুক উন্নত মানের পর্যটন কেন্দ্র বলে পরিদর্শন শেষে জানান রুবিয়া সুলতানা।পাশাপাশি বিষয়টির জন্য সর্বদা ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এখন দেখার, পর্যটন কেন্দ্র হিসেবে নতুন পালক কবে যোগ হচ্ছে এই ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদে।