|
---|
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর অঞ্চল এলাকায় সকাল সকাল প্রচার সারলেন তৃনমূল প্রার্থী স্বাতী খন্দকার,এই মিছিলে নবাবপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি, এছাড়াও নবাবপুর অঞ্চলের সদস্য ও সদস্যা। চন্ডীতলা ১নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি ও সহ-সভাপতি প্রমূখ। প্রসঙ্গত ২০২১ বিধানসভা নির্বাচনে চন্ডীতলা বিধানসভা TMC প্রার্থী স্বাতী খন্দকার সংযুক্ত মোর্চার প্রার্থী cpi(m) , মহঃ সেলিম ও বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত ।