| |
|---|
নতুন গতি, কালিয়াচক : বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের মনোনীত প্রার্থী আজিজুল হকের সমর্থনে শনিবার দুপুরে বৈষ্ণবনগর বিধানসভার কয়েকটি গ্রামপঞ্চায়েত এলাকায় কর্মীসভা করলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী। দুপুরে আকন্দবাড়িয়ায় কর্মীসভায় কেন্দ্রীয় ও রাজ্যের জনবিরোধী নীতি সমালোচনা করে কর্মীদের উজ্জীবিত করলেন । এদিন আকন্দ বাড়িয়ায় সাংসদ বলেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি সময় শেষ হয়ে এসেছে । উদাহরণ পাঞ্জাবে বিজেপি শূন্য। কর্মসংস্থান, উন্নয়ন, শান্তি সমৃদ্ধির লক্ষে কংগ্রেসকে ফিরিয়ে আনার ডাক দেন ডালু বাবু। তিনি বলেন কেন্দ্র সাংসদ তহবিল বন্ধ করেছে কিন্তু আম্বানিদের সুবিধা দেওয়া বন্ধ করেনি বলে কটাক্ষ করেন। কংগ্রেস আগামীতে লড়াই এ ভালো ফলাফল করবে ও এই আসনে আজিজুল হক জয়লাভ করবে আশাপ্রকাশ করেন । আজিজুল হক বলেন, আমি অল্পের জন্য হেরেছি। তৃণমূল কংগ্রেসে কাটমানি , দলত্যাগ করে ফায়দা কাজে আসবে না। কেন্দ্রীয় সরকার ডিজেল পেট্রল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত ও উন্নয়ন করতে কংগ্রেস কে জয়যুক্ত করার আহ্বান জানান ও সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য রক্ষার ডাক এই বিধানসভা ভোট। গঙ্গার ভাঙন রোধ ও পুনর্বাসনের জন্য লড়বে কংগ্রেস। উপস্থিত ছিলেন ফকির চাঁদ মন্ডল, নগেন্দ্র নাথ মন্ডল, দিলওয়ার হোসেন, দুর্গা চরন মন্ডল সহ অন্যান্য কংগ্রেস নেতা। এদিন সভায় স্থানীয় বিজেপি নেতা প্রিয়জিৎ মন্ডল কংগ্রেসে যোগদান করেন। ডালু বাবু তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। প্রসঙ্গত, গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে এই আসনে লড়াই করেছিলেন আজিজুল হক । আজিজুল বাবু ৪৪৯৭ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকারের কাছে পরাজিত হয়। স্বাধীন সরকার (বিজেপি) ৭০১৮৫ , আজিজুল হক (কংগ্রেস) ৬৫৬৮৮, অসিত বোস (তৃণমূল কংগ্রেস) ৪০২৬২ ভোট পেয়েছিলেন। মোট প্রার্থী ছিল সাত জন। এবার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার ও বিজেপির প্রার্থী বিদায়ী বিধায়ক স্বাধীন সরকার কংগ্রেসের প্রার্থী আজিজুল হকের লড়াই জমজমাট হবে রাজনৈতিক ওয়াকিবহলের ধারণা।


