|
---|
ইব্রাহিম মণ্ডল : হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত মোল্লা সিমলা ফ্রেন্ডস এ্যসোসিয়েশনের উদ্যোগে 46 তম ৮ দলীয় বিরাট ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষা বিদ গন উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়,ক্লাব প্রেসিডেন্ট মিস বাহুল আহমেদ গেম সেক্রেটারি মাজহারুল ইসলাম সাহেব আল কোরআন একাডেমী লন্ডন হুগলি জেলার কনভেনর সৈয়দ মোরতোজা আলী সাহেব বিশিষ্ট সমাজসেবী কাজী বদিউজ্জামান, সেখ নাসিম, মিজানুর ইসলাম, কাজী আসিমুল ইসলাম সহ্য আরো অনেকে বেচারাম মান্না মহাশয় বলেন যে সমস্ত প্লেয়াররা এই মাঠে খেলছেন তারা একসময় মোহনবাগান ও ইন্ডিয়া টিমেও খেলতে হবে এই মনোভাবনা নিয়ে আগিয়ে যাও দর্শকদের উদ্দেশ্য করে বলেন এই খেলা হলো শরীরচর্চার একটা ঔষধ তাই আমরা সময়মতো খেলার দিকে মনোযোগ দেবো এবং নিজেদের পাড়ায় পাড়ায় মাঠ তৈরি করে বাচ্চাদের খেলার সুযোগ করে দেবেন যদি কিছু সহযোগিতা দরকার হয় আমাকে বলবেন আমি সর্বদা আপনাদের সাথে আছি থাকবো। হাটপুকুর আমরা সবাই VS চাঙ্গাইল স্পোটিং ক্লাব এর সাথে টাইব্রেকারের মাধ্যম দিয়ে চাঙ্গাইল স্পোর্টিং ক্লাব জয়ী ঘোষণা হয়।