|
---|
আজিজুর রহমান, গলসি : ব্যাঞ্চের শতভাগ কর্মীদের প্রিপেইড কার্ড প্রদান করায় ব্যাংকের টেক মিত্র পুরস্কৃত করা হল। শুভম সাহা নামে ওই ব্যাংক কর্মীর হাতে পুরস্কার তুলে দিলেন স্টেট ব্যাংকের গলসি শাখার ম্যানেজার ভবানী কুমার ও ডেপুটি ম্যানেজার রবীন রায়। এদিন সকল ব্যাংক কর্মীদের সাথে নিয়ে তাকে সম্মানিত করা হয়। জানাগেছে, দূর্গাপুর রিজুন্যাল অফিস থেকে ওই কার্ড করার জন্য নির্দেশ দেওয়া হয়। স্টেট ব্যাংকের সকল শাখা ওই কাজ করলেও শতভাগ কাজ সম্পুর্ন করেছে স্টেট ব্যাংকের গলসি শাখা। রবীন বাবু জানিয়েছেন, এটি এমন একটি কার্ড যেটিতে নিজের একাউন্ট থেকে টাকা তুলে ওই কার্ডে জমা রাখা হয়। এবং নিজেদের প্রয়োজন মতো তা বিভিন্ন জায়গায় খরচ করা হয়। শুভম জানিয়েছেন, সব ব্যাংকের শাখা ওই কাজ করেছে। তবে আমাদের ব্যাংক প্রথম হয়েছে। আমাকে দেওয়া পুরস্কার আগামী দিনে কাজ করতে উৎসাহ দেবে।