|
---|
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনার: বারাকপুর- ১ ব্লকের শিবদাসপুর থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েত এ দেবক আলিফ সঙ্ঘের ১ম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হল ৪ঠা ফেব্রুয়ারি রবিবার। সঙ্খালঘু মুসলিম সম্প্রদায়ের মহিলা রক্তদাতাদের রক্তদান উল্লেখযোগ্য মোট ৬০ জন রক্তদাতার মধ্যে ৪০ জন ই মহিলা এদিন রক্তদান করেন। এদিন রক্তদান শিবির এ উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা র বিধায়ক সোমনাথ শ্যাম, বারাকপুর ব্লক ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা দে, মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াংকা মালাকার, বিশিষ্ট সমাজসেবী পার্থ সারথি পাত্র, সনৎ দে, বিষ্ণু অধিকারী,সহ অন্যান্য বিশিষ্ট বর্গ ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা আয়ুব আলি, সভাপতি দুলু হোসেন, এবং সম্পাদক শেখ নওশাদ আলি।