|
---|
আজাহার উদ্দিন: দেড় বছরের শিশু খেলতে খেলতে ছাদ থেকে রডের উপর পড়ে গিয়ে পেট চিরে যায় এবং গুরুতর জখম হন প্রচুর রক্তক্ষরন হয়।পরিবারের সদস্যরা কার্যত দিশেহারা।ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের ঘোষপুর এলাকায়।গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন নিয়ে আসে স্থানীয় গ্রামীণ চিকিৎসক ডা: নবীন সামন্ত কাছে।তিনি প্রাথমিক চিকিৎসার পর হসপিটালে নিয়ে যেতে বলেন পরিবারের সদস্যদের সকলেই গ্রামীণ চিকিৎসকের ওপর ভরসা করেন। ছোট শিশুর অপারেশন সাকসেসফুল করেন। ডাক্তার নবীন সামন্ত বলেন আমার জীবনে এত ঝুঁকিপূর্ণ অপারেশন করিনি স্রষ্টার ইচ্ছায় জটিল অপারেশন করলাম পাশাপাশি পরিবারের সদস্যরা আমার ওপর আস্থা রাখার জন্য সকলেই ধন্যবাদ জানান।দেড় বছর শিশুটি এখন স্বাভাবিক ভাবেই চলাফেরা করছেন।