|
---|
উজির আলী, মালদা: গ্রামের পথে শেয়ালের হামলায় জখম এক ব্যক্তি, ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে পুরাতন মালদার পিঁপড়া সংলগ্ন এলাকায়। গুরুতর জখম আবস্থায় ওই ব্যাক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালৈ চিকিৎসাধীন।
পরিবার সুত্রে জানা গিয়েছে জখম ব্যাক্তির নাম বরুন রবিদাস(৪৫)। বাড়ি পুরাতন মালদার যাত্রাডাঙা পঞ্চায়েতের মেহেরপুর গ্রামে। পেশায় তিনি শ্রমিক। মঙ্গলবার রাতে পিঁপড়ায় লক্ষীপুজোর মেলায় গিয়েছিলেন। কিন্তু মেলা না হওয়ায় একা রাতে বাড়ি ফিরে আসছিলেন। পিঁপড়া পেরিয়ে ফাঁকা জঙ্গলের রাস্তায় একদল শেয়াল তার উপর হামলা চালায়। শেয়ালের কামড়ে আক্রান্ত হয়। পরে পথচারীরা জখম আবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।জখম গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করে চিকিৎসকেরা। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।