|
---|
নিজস্ব সংবাদদাতা,পাত্রসায়ের : ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস শুরু করেছে বুথ ভিত্তিক কর্মীসভা। শনিবার, পাত্রসায়ের ব্লকের হামিরপুর অঞ্চলের রামনগর নাম সংকীর্তন মেলা প্রাঙ্গণে বুথ ভিত্তিক কর্মীসভা টি অনুষ্ঠিত হয়।এদিন কর্মীসভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্বে সেখ আজফার হোসেন, প্রধান সেখ সাদ্দাম ও অঞ্চল সভাপতি ভাস্কর বাগ্দি। ব্লক সভাপতি বলেন, সামনে ই পঞ্চায়েত নির্বাচন আর হতে মাত্র এক বছরেরও কম সময়, তাই আগে ভাগেই কর্মীদের নিয়ে বুথে বুথে সংগঠন কে মজবুত করতে শুরু করেছি বুথ ভিত্তিক কর্মীসভা। এদিনের কর্মীসভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।