|
---|
নিজস্ব প্রতিবেদক : গোপন সূত্র মারফত খবর এসেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে। খোদ কলকাতার বুকে হাতবদল হবে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। সেই মতো, ১৩ অক্টোবর রাত ১২টা নাগাদ চিংড়িঘাটা ক্রসিং-এর কাছে ক্যানাল সাউথ রোডে পৌঁছে গিয়েছিল কলকাতা পুলিশের অ্যান্টি এফআইসিএন (Anti Fake Indian Currency Note) টিম। অপেক্ষা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে প্রবেশ করে ৩ জন। সোর্স চিহ্নিত করতেই তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেন অ্যান্টি এফআইসিএন টিমের অফিসারেরা। পালাতে পারেনি কেউই।
তল্লাশিতে তাদের জিম্মা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অ্যাম্ফেটামাইন্স গোত্রের মাদক। বাজারচলতি নাম ‘ইয়াবা’। প্রায় ৬০,০০০টি ট্যাবলেট, মোট ওজন ৬ কেজি। এই পরিমাণ ইয়াবার বাজারদর কমপক্ষে ৫০ লক্ষ টাকা।
গ্রেপ্তার করা হয় ৩ জনকেই। ধৃতদের মধ্যে বিল্লা গাজি এবং আকরাতুল গাজি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। অপরজন, মহঃ আলি আহমেদের বাড়ি মণিপুরে। বেশ কিছুদিন ধরেই কলকাতাকে কেন্দ্র করে মাদক পাচারের ব্যবসা চালাচ্ছিল এই ৩ জন। খোঁজ চলছিল। এতদিনে ধরা পড়ল জালে।