|
---|
মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা। জল ধরো জল ভোর,ডেঙ্গি সচেতনতা এবং স্বচ্ছতা অভিযান আরও জোরদার করে তুলতে উদ্যোগী হল হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পথের পাচালী সংঘের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।সেই উদ্দেশ্যে মঙ্গলবার স্বচ্ছতা অভিযান শুরু হল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ।
এ দিন সকাল থেকেই মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে শুরু হয় সাফাই অভিযান। পদযাত্রা করে গ্রামে গ্রামে গিয়ে মহিলারা ডেঙ্গি সচেতনতা, জল ধরো জল ভোর ও স্বচ্ছতা সম্পর্কে জানান। এদিনের অভিযানে অংশগ্রহণ করেন স্বনির্ভর গোষ্ঠীর দুই শতাধিক মহিলা।স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন গ্রামবাসীরাও। সকাল থেকেই সাফাইয়ে অংশ নিয়েছেন মহিলা থেকে শিশু সকলে। কর্মসূচিতে যোগ দিয়ে রাস্তা সাফাই করেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়নব নেশা।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহিলা সংঘের সভা নেত্রী সালেখা খাতুন
জানান, ডেঙ্গি সচেতনতার পাশাপাশি এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও সচেতনতা মিছিল করা হয়।
তিনি আরও জানান, বিডিও অনির্বাণ বসু নির্দেশে এদিনের অভিযানটি স্বচ্ছতার সঙ্গে সাফল্য লাভ করে।
মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিএসপি আনসেবা খাতুন জানান, ২০ টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দুই শতাধিক মহিলা পদযাত্রায় অংশ গ্রহণ করে।ভবানীপুর, বাংরুয়া, বনসরিয়া ও রামপুর গ্রামে ঘুরে ঘুরে এলাকার মানুষদের সচেতনতা করা হয় ।
আনন্দ ধারার ডিএলটি আব্দুল সাত্তার জানান, রাজ্য সরকারের নির্দেশ সরকারি অফিস, স্কুল ও পঞ্চায়েত প্রভৃতি দপ্তরে বিডিও’র তত্ত্ববোধানে জল ধরো জল ভোর , ডেঙ্গি সচেতনতা ও স্বচ্ছতাসহ প্রভৃতি অভিযান ১৫ জুলাই থেকে শুরু হয়েছে আগামী ২৮ জুলাই পর্যন্ত গোটা মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা জুড়ে চলবে অভিযান।