|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। ২০১৪ সালে কংগ্রেস সরকার পতনের পর দেশজুড়ে গেরুয়া ঝড় ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯শে ধর্মীয় মেরুকরণের রাজনীতি হাতিয়ার করে ক্ষমতায় এসেছে বিজেপি। একের পর এক মুসলিম এবং দলিতদের উপরে অত্যাচারের পারদ দিন দিন বেড়েই চলেছে, মব লিঞ্চিং এর শিকার হতে হয়েছে তাবরেজ আনসারী থেকে শুরু করে গৌরী লঙ্কেশ। প্রতিবাদে সরব হয়েছেন একাধিক সংগঠন থেকে শুরু করে দেশের বিশিষ্টজনেরা। মঙ্গলবার আলিয়া ইউনিভার্সিটির পাকসার্কাস ক্যাম্পাসে এক বিশেষ আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন ছাত্র নেতাদের নিয়ে গঠিত হলো পশ্চিমবঙ্গ যুব মাইনোরিটি এসোসিয়েশন। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও সামাজিক ভাবে অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মূলত এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের আলোচনা সভা থেকে রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রাক্তন ছাত্রনেতা আশিক বিল্লাহ, রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন তাজাম্মুল হক,মাওলানা হাসানুজ্জামান, মাসুদ আলম শাহীন, মোঃ ইমরান,মসিউর রহমান,আতাউর রহমান,এছাড়াও বিভিন্ন জেলার সভাপতি এবং সম্পাদক নির্বাচিত করা হয় দিনের সভা থেকে।