|
---|
আজাহার উদ্দিন : খানাকুলের মাড়োখানা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সরকারি নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির এবং সমাজের অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।মাড়োখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিয়ার রহমান বাপি বলেন করোনা লকডাউনের ফলে হাসপাতালে রক্তের সংকট দেয় রোগীর পরিবারের সদস্যদের মধ্যে একফোটা রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়।সেই জন্য আমাদের সোসাইটির পক্ষ থেকেও রক্তদান শিবির করা, এর পাশাপাশি এলাকার কিছু মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল। এদিন রক্তদান করেন ৪৫জন ,শীতবস্ত্র একশো জনকে দেওয়া হয়।সোসাইটির সম্পাদক মতিয়ার রহমান বাপি বলেন আমাদের সোসাইটির মাধ্যমে সারাবছর ধরে এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে।উল্লেখ এই করোনা লকডাউনের ফলে অনেকেই কাজকর্ম হীন হয়েছিল সেই সমস্ত পরিবারের পাশে যথাসাধ্য শুকনো খাবার ও আর্থিক সাহায্য প্রদান ও বন্যাকবলিত মানুষের পাশে আমাদের এই সোসাইটির কর্মকর্তারা মানুষের পাশে আছে বলে জানান মাড়োখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিয়ার রহমান বাপি।