বর্ধমান আল আমীন মিশন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেলো দ্বিতীয় পুনর্মিলনী উৎসব

নিজস্ব সংবাদদাতা : বর্ধমান আল আমীন মিশন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেলো দ্বিতীয় পুনর্মিলনী উৎসব। মুস্তাক হোসেনের আর্থিক সহায়তায় এর কলেবর বৃদ্ধি পেয়ে আজ প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এর কলেবর ও কর্মকাণ্ড অনেক ছড়িয়েছে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করে অনেকেই আজ কর্মজীবনে প্রবেশ করেছে। বর্তমানী আর প্রাক্তনীদের মিলনমেলার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আই এ এস নূরুল হক সাহেব ও তাঁর সহধর্মিনী মনিরা বেগম। উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক আসফার হোসেন , অধ্যক্ষ মোঃ শামসুল হাসান এবং একাডেমিক কাউন্সিল এর সহ সভাপতি মাননীয় ড: রমজান আলি এবং একাডেমিক কাউন্সিলের সদস্য জাহির ইসলাম ।
সম্পাদক মহাশয় জানান যে আগামী দিনে প্রাক্তনীদের কর্মক্ষেত্র তৈরি নিয়েও আমরা নানা পরিকল্পনা গ্রহণ করব। ডিগ্রি লাভের পর, বাড়িতে বসে না থেকে যারা ইচ্ছুক তারা মিশনগূলিতে আসুক আপাতত ছাত্র-ছাত্রীদের পড়ানোর কাজ চালিয়ে যাক। এতে সমাজের মঙ্গল তাদেরও মঙ্গল। ড. রমজান আলি বলেন, পিছিয়ে পড়াদের সমাজ গঠনের লক্ষ্যে ত্রিমুখী পরিকল্পনায় এখন সংগঠিত কাজ চলছে। সেখানে মিশন গুলির অবদান কম নয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় ৩০০ জন প্রাক্তন ছাত্র ছাত্রী। সারাদিন মিশনের আবাসিক ছাত্র-ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্ববোধক গান ও বক্তৃতার মধ্যে দিয়ে আজকের এই দিনটি উদযাপিত হয়। সমাজের বিভিন্ন স্তরের কৃতি ছাত্র-ছাত্রীরা তাদের অভিজ্ঞতা ও তাদের আগামীদিনে সমাজ গঠনের লক্ষ্যে কি কি পরিকল্পনা নিতে পারে তা নিয়ে আলোচনা হয়। প্রাক্তনীরা অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘোষণা করে, আগামী দিনে তাঁরা একটি শক্তিশালী জাকাত ফান্ড গঠনের উদ্যোগ নেবে ও সমাজের বিভিন্ন কর্মে নিজেদেরকে নিয়োজিত করবে।