প্রতিক্ষার অবসান, অবশেষে চালু হয়ে গেলো মালবাজার মহকুমার ওদলাবাড়ি ফ্লাইওভার

নতুন গতি, ওয়েব ডেস্ক : শুক্রবার রাতে এই ফ্লাইওভার এর উদবোধন করেন পি ডাব্লু ডি’র(রোডস) এক্সুকিউটিভ অফিসার কল্যান রায়। ১০৬ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই ফ্লাইওভারটি। আর এই ফ্লাইওভারের ফলে ওদলাবাড়িতে রেলের লেবেল ক্রসিং উঠে গেলো।  এর আগে এই রেলের লেবেল ক্রসিং এর জন্য  ৩১ নম্বর জাতীয় সড়কে যানযট লেগেই থাকতো। সমস্যায় পড়তে হতো সাধারন মানুষকে। এই আমস্যা সমাধানে ওদলাবাড়ি রেল লাইনের ওপরে প্রায় ১.৬ কিলোমিটার লম্বা ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেয় সরকার। প্রায় চার বছরের মাথায় তৈরি হয়ে গেলো ঝাঁ চকচকে এই ফ্লাইওভারটি।

     

    এই ফ্লাইওভারের ঠিকাদার সংস্থা মালিক সন্দিপ দুবে বলেন – অনেক পরিশ্রম করে, অবশেষে ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল শুরু করতে পেরে ভালো লাগছে। ওদলাবাড়ির বুকে নতুন পালক এটি। ওদলাবাড়ির চেহারাই বদলে দিয়েছে এই ১.৬ কিলোমিটার লম্বা এবং ২৫ মিটার চওড়া ঝা চকচকে ফ্লাইওভার।  এলাকার পুলিশ প্রশাসন, তমাল ঘোষ সব রকম সহযোগীতা করেছে। কোভিডের জন্য দুবছর বেশি সময় লেগেছে এই ফ্লাইওভার তৈরি করতে। আজ ওদলাবাড়ি তথা ডুয়ার্সের মানুষ ভীষণ খুশি।