স্বেচ্ছাসেবী সংস্থা মানবহস্ত উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    প্রতিবার গ্রীষ্মকালে ব্লাডব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেয়। আর রক্তের সংকট সময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা মানবহস্ত উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। এই রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।


    রক্তদান শিবির এর সাথে সাথে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করার ও সবুজ পৃথিবী গড়ার সংকল্প গ্রহনের উদ্দেশ্যে প্রত্যেক রক্তদাতাও উপস্থিত অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দেয় মানবহস্তের দেবা, গৌরাঙ্গ,নব,শ্রেয়া,অন্বেষাও জিৎ রা। রক্তদান কর্মসূচি র সাথে মানবহস্তের আজকের শ্লোগান ছিল –প্লাস্টিক করি বর্জন, “প্লাস্টিক করি বর্জন। তাই মানবহস্তের সদস্য রা নিজেদের হাতে বানানো কাগজের থলেতে করেই অতিথি ও রক্তদাতাদের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেন। শিক্ষক হীরক বিশ্বাস জানালেন- মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবহস্ত সর্বদাই প্রস্তুত , সারাবছরই মানবহস্ত সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে জড়িত থাকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট নিরসনের জন্য ই আমাদের এই রক্তদান শিবির। এইরকম উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।